Monday, 27 January 2014
আপনি যদি Craigslist অথবা CPA marketing এর জন্য কাজ করেন অথবা
শুধুমাত্র Affiliate হিসেবে কাজ করেন, তাহলে Extract Any Mail আপনার জন্য
অত্যন্ত প্রয়োজনীয় একটি টুল যার মাধ্যমে আপনি এক জায়গায় আপনার সকল ই-মেইল
সংরক্ষণ করতে পারবেন। আপনার অনেক পুরাতন ই-মেইল একাউন্ট থাকতে পারে, যেখানে
একাধিক ই-মেইল আছে এবং
আপনার শুধু ই-মেইলগুলো প্রয়োজন। আপনার ই-মেইল থেকে সকল ই-মেইল (To, CC, BCC, From) টেক্সট ফাইলে পাওয়া খুবই সহজ। এটা করার জন্য আপনার Extract Any Mail এর latest version প্রয়োজন হবে।
ধাপে ধাপে সফট্ওয়্যারটির ব্যবহার দেখানো হলো:


আপনার শুধু ই-মেইলগুলো প্রয়োজন। আপনার ই-মেইল থেকে সকল ই-মেইল (To, CC, BCC, From) টেক্সট ফাইলে পাওয়া খুবই সহজ। এটা করার জন্য আপনার Extract Any Mail এর latest version প্রয়োজন হবে।
ধাপে ধাপে সফট্ওয়্যারটির ব্যবহার দেখানো হলো:
- নিচের লিংক থেকে Extract Any Mail ডাউনলোড এবং ইনস্টল করুন:
- Program-টি চালু করুন।
- এখন আমাদের ই-মেইল extract করার জন্য একটি নতুন একাউন্ট add করতে হবে। এইটা করার জন্য টুলবার থেকে New Account প্রেস করুন।

- New Account উইন্ডো খুলবে। এখানে নির্দিষ্ট বক্সে আপনার email ID and password প্রবেশ করান। অবশেষে Get Settings প্রেস করুন এবং সকল সেটিংস স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। যদি সফটওয়্যার সেটিংস যদি স্বয়ংক্রিয়ভাবে না যুক্ত হয়, তাহলে আপনাকে স্বহস্তে পূরণ করতে হবে।

- Add This Account প্রেস করুন। এখন আপনি আপনার কাজ শুরু করতে প্রস্তুত।
- Start Task প্রেস করুন এবং software আপনার email ID থেকে ই-মেইল সংগ্রহ করতে শুরু করবে।