Monday 27 January 2014


শিরোনাম দেখে হয়তো অনেকেই আকাশ থেকে পড়তে পারেন, হয়তোবা কেউ-কেউ আমাকে পাগল ও ভাবতে পারেন। যাইহোক, এগুলোর কোনটিই ভাববার প্রয়োজন নেই..(আসলে, ঘটনা সত্যি এবং আসামি নির্দোষ)..। আমি এমনিতেই আপনাদের জন্য এগুলো রেডি করে দেব। শুধু কথা থাকবে একটাই..!! শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সবাই কে আমার সাথে থাকতে হবে..!!
বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করছেন তারা
প্রত্যেকেই জানেন, একটা ওয়েব-সাইট কতটা গুরত্বপূর্ণ। অনলাইনে এমন অনেক সাইট দেখা যায়, যেগুলোর ডিজাইন তত ভালো নয় এবং পাশাপাশি সাইটের মান অনেকটা নিম্নমানের হয়ে থাকে। যুক্তি খুজলে হয়তো দেখা যাবে এসব সাইট তৈরি করার কোন মানেই হয়না, অথবা অনর্থক সাইট হিসেবেও বিবেচিত হতে পারে। এই দৃষ্টিকোণ থেকে ভাবলে হয়তো এমনটি ভাবা যেতে পারে।
কিন্তু সাইট টি যিনি তৈরি করেছেন তার দৃষ্টিকোণ থেকে ভাবলে বুঝা যাবে যে সাইট টি কতটা গুরত্বপূর্ণ। মনে হবে ঠিক যেন সেই সোনার হরিণের মত। কেননা একটা সাইট একজনের জন্য খুবই প্রত্যাশিত একটি বিষয়। প্রত্যেকেই তার নিজের জন্য একটি নিজস্ব ওয়েব সাইট প্রত্যাশা করে। সঠিক ডিজাইন না জানা যদিও একটি বড় সমস্যা, তারপরও যতটুকু সম্ভব তা থেকে অনেকেই তৈরি করে ফেলেন তার নিজস্ব সাইট টি।
যাইহোক, উপরের সামান্য আলোচনা থেকে আমরা একটি সাইটের বিষয়ে কিছুটা আন্দাজ করতে পেরেছি।
আমরা অনেকেই আছি যারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানি, সুতরাং এ বিষয়ে আর বলার প্রয়োজন নেই।
এবার আসুন পোষ্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক-
যেহেতু আমরা আমাদের জন্য একটি পরিপূর্ণ ওয়েব সাইট তৈরি করতে যাচ্ছি সেহেতু প্রথমেই উক্ত সাইট টি একবার দেখে নেয়া যাক-
http://www.techplatformbd.com
প্রকৃতপক্ষে, প্রথমেই চেয়েছিলাম টেক-টিউনসের মত পুরো হুবহু একটি সাইট আপনাদের জন্য তৈরি করতে, কিন্তু পরবর্তীতে আর সাহস হয় নাই, তাই বাদ দিলাম সেই চিন্তা!!
যাইহোক, আমরা যে সাইট টি দেখেছি সে সাইট টি আমাদের জন্য মোটেও খারাপ হবেনা। সবচেয়ে বড় কথা হল আমরা যেহেতু এখন নতুন, সাথে আবার ডিজাইনার ও নই সেহেতু এটা দিয়েই শুরু করাই ভাল হবে। পরবর্তীতে আমরা ইচ্ছে করলে অন্য যেকোন থীম ব্যবহার করে সাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে পারি। উক্ত সাইটে আরো কিছু কাজ বাকি রয়েছে, ইন-শা-আল্লাহ! আমরা ধারাবাহিক ভাবে সেগুলোও করে নেব।
এবারে দেখে নেয়া যাক এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি কি শিখতে সক্ষম হবো, পাশাপাশি কি কি থাকছে এবং আমাদেরকে কি কি করতে হবে তার কিছু নমুনা......
আমরা যা যা শিখছিঃ-
১। ডোমেইনের কন্টোল প্যানেলের সাথে হোস্টিং প্যানেল স্থাপন করা,
২। হোস্টিং প্যানেল পরিচালনা করা,
৩। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালী ইনস্টল দেয়া,
৪। ওয়ার্ডপ্রেস পুরোপুরি কনফিগার করা,
৫। ওয়েব ডিজাইন করা,
৬। থীম ও প্লাগিনের সম্পূর্ণ ব্যবহার,
৭। একটি ভাল মানের সাইট পরিচালনা করা,
৮। সর্বোপরি, আরো অনেক কিছুই, যা আমরা প্রজেক্ট শেষে বুঝতে পারবো।
এখানে যা যা থাকছেঃ-
১। এক বছরের জন্য ফ্রী ডট.কম ডোমেইন,
২। ভাল মানের সম্পূর্ণ ফ্রী হোস্টিং,
৩। সম্পূর্ণ ভালো মানের একটি ব্লগ সাইট,
৪। অটোমেটিকভাবে টেকটিউনসের মত যে কেউ রেজিঃ করে পোষ্ট করতে পারবে,
৫। বিনামূল্যে হাজার হাজার টাকার কয়েকটি এ সংক্রান্ত ফ্রী ট্রেনিং কোর্স শেখার সুবিধা,
৬। সর্বোপরি আরো অনেক কিছুই থাকছে, যা আমরা প্রজেক্ট শেষে বুঝতে পারবো।
আমাদেরকে যা যা করতে হবেঃ-
১। ডোমেইনের জন্য রেজিঃ করতে হবে,
২। হোস্টিং এর জন্য রেজিঃ করতে হবে,
৩। ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালী ইনস্টল দিতে হবে,
৪। কন্টোল-প্যানেল কাস্টমাইজ করতে হবে,
৫। থীম এবং গুরত্বপূর্ণ প্লাগিনসমূহ ইনস্টল দিতে হবে,
৬। প্লাগিনসমূহের যথাযথ কনফিগার করতে হবে,
৭। থীমের ডিজাইন করতে হবে,
৮। সর্বোপরি, অন্যান্য কাজগুলো করতে আমার সাথে একটু কষ্ট করতে হবে।
আশা করি আমাদের প্রজেক্ট সম্পর্কে প্রত্যেকেই বেশ ধারণা পেয়েছন।
যাইহোক, প্রত্যেকেই এ বিষয়ে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন।
আমরা উক্ত প্রজেক্টের কাজ আগামী পর্ব থেকে শুরু করে দিব, তাই ঝটপট নিজেকে রেডি করে ফেলুন।
প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে এই প্রজেক্টের প্রতিটি পর্ব সবার সাথে শেয়ার করার। কেননা আপনার যেমন জানার অধিকার রয়েছে, তেমনি অন্য মানুষটিরও সে বিষয়ে আপনার মত সমান জানার অধিকার রয়েছে। অতএব, আপনার পাশের মানুষটি কে জানিয়ে দেবার দায়িত্ব কিন্তু আপনার !!

Welcome to My Blog

Blog Archive

Popular Post

Ads Header

The Won Blog of© Bijoy tune -Bijoy- Powered by Bijoy@Biju@Bijon - Designed by Bijoy Kumar Biswas -